সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: একাকী অভিসারী – খোকন কুমার রায়

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

একাকী অভিসারী 

খোকন কুমার রায় 

এ কেমন ভালোবাসায় ভাসালে 
এই আমারে
এ কেমন ভালোলাগা রয় লেগে
নয়ন জুড়ে 
এ কেমন প্রেম বলো আবেগী মন
খুঁজে তারে
এ কেমন অভিমানে হৃদয়টা যায়
ভেঙ্গে চুরে!
এ কোন অধিকারে আজো পেতে
চাই তারে
এ কেমন অভিসারে একাকি বাজাই
হৃদয় তারে
এ কেমন বিষাদে মন আজ একাকী 
শূন্য মাঝে
এ কেমন জীবন আমার স্বপ্ন মাঝে 
দুচোখ ভাসে!
এ কেমন তুমি ভাসালে আমায়
বেহুলা ভেলায়
এ তোমার কেমন ভাবনা আমায়
জাগালে অবেলায় 
তুমি তো আর নেই সে আমার কাছে
যেমন ছিলে
ক্ষয়ে ক্ষয়ে অবিরত পথের ধুলায়
যাই যে মিশে!

 আরো পড়ুন: কবিতা: `কালো স্বপ্নজাল’ – খোকন কুমার রায়

কবিতা একাকী অভিসারী খোকন কুমার রায়

খবরটি শেয়ার করুন